Thursday, 25 October 2018

VOBO SAGORO TARONO KARONO (with Bengali Lyrics)& Pranamami Shivam( ভবসাগর তারণ কারণ হে)



Please watch: "মধুর ভোর কীর্তন-ভোগ আরতি-নাম কীর্তন(Bhor kirtan-bhog arati-nam kirtan)NONSTOP 1 HOUR"
https://www.youtube.com/watch?v=FSCVeKPsCp0 --~--
ভবসাগর তারণ কারণ হে।
রবিনন্দন বন্দন খণ্ডন হে।।
শরণাগত কিঙ্কর ভীত মনে।
গুরুদেব দয়া কর দীনজনে।।
গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে।
গুরুদেব দয়া কর দীনজনে।।

হৃদিকন্দর তামস ভাস্কর হে।
তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে।।
পরমব্রহ্ম পরাৎপর বেদ ভণে।
গুরুদেব দয়া কর দীনজনে।।
গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে।
গুরুদেব দয়া কর দীনজনে।।

মম বারণ শাসন অঙ্কুশ হে।
নরত্রাণ তরে তুমি চাক্ষুষ হে।।
গুণগান পরায়ণ দেবগণে।
গুরুদেব দয়া কর দীনজনে।।
গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে।
গুরুদেব দয়া কর দীনজনে।।



কুলকুণ্ডলিণী ঘুম ভঞ্জক হে।
হৃদিগ্রন্থি বিদারণ কারণ হে।।
মম মানস চঞ্চল রাত্রি দীনে।
গুরুদেব দয়া কর দীনজনে।।
গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে।
গুরুদেব দয়া কর দীনজনে।।

রিপুসূদন মঙ্গল নায়ক হে।
সুখ শান্তি বরাভয় দায়ক হে।।
ত্রয়তাপ হরে তব নাম গানে।
গুরুদেব দয়া কর দীনজনে।।
গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে।
গুরুদেব দয়া কর দীনজনে।।

অভিমান প্রভাব বিনাশক হে।
গতিহীন জনে তুমি রক্ষক হে।।
মহিমা তব গোচর শুদ্ধ মনে।
গুরুদেব দয়া কর দীনজনে।।
গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে।
গুরুদেব দয়া কর দীনজনে।।

তব নাম সদা শুভ দায়ক হে।
পতিতাধম মানব পাবক হে।।
চিত শঙ্কিত বঞ্চিত ভক্তিধনে।
গুরুদেব দয়া কর দীনজনে।।
গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে।
গুরুদেব দয়া কর দীনজনে।।

জয় সদগুরু ঈশ্বর প্রাপক হে।
ভবরোগ বিকার বিনাশক হে।।
মম মন যেন রহে তব শ্রীচরণে।
গুরুদেব দয়া কর দীনজনে।।
গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে।
গুরুদেব দয়া কর দীনজনে।।


source

7 comments:

  1. Excellent devotional song...
    Peace and happiness is recived from this devotional song..... Awesome...
    Thanks for posting the lyrics in Bengali.... Those who don't know the lyrics will get help from this site.

    ReplyDelete
  2. i like the song it is very nice

    ReplyDelete
  3. Thank you so much for sharing,

    ReplyDelete